• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ২১, ২০২৪
স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিল

এইচএসসির স্থগিত পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের নিচে শিক্ষার্থীদের বিক্ষোভ

ওয়াল নিউজ ডেস্ক:
চলতি বছরের স্থগিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা বাতিল করেছে সরকার। মঙ্গলবার বিকেল ৫টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।
তপন কুমার সরকার বলেন, স্থগিত এইচএসসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। ফল কীভাবে হবে তা পরে জানানো হবে। এর আগে দুপুরে কয়েকশ শিক্ষার্থী চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বিকল্প মূল্যায়নের দাবিতে সচিবালয়ের ভেতরে অবস্থান নেন। শিক্ষার্থীরা ‘আমাদের দাবি মানতে হবে, মানতে হবে মানতে হবে’; ‘দাবি হালকাভাবে নিলে, গদি যাবে চলে’; ‘আমার ভাই হাসপাতালে, আমরা কেন পরীক্ষার হলে’ ইত্যাদি নানা সেøাগান দিতে থাকেন।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রতিনিধিদল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুর রশিদের সঙ্গে বৈঠক করেন। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক চলে।
শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করার পর জিপিও ও পল্টনের মাঝামাঝি মুক্তাঙ্গনের পাশের ফটকটি বন্ধ করে দেওয়া হয়। পরে তাঁরা ৬ নম্বর ভবনের সামনে অবস্থান নেন। একপর্যায়ে সেখানে বসে পড়েন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, তাঁরা ‘অটো পাস’ চান না। তবে যে সাতটি বিষয়ে পরীক্ষা হয়েছে, সেগুলোর প্রাপ্ত নম্বর গড় করে ফলাফল প্রকাশ করতে হবে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো।