• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

গোলাপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৬, ২০২৪
গোলাপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে সুহেল মিয়া (৩৬) ও দক্ষিণ মাসুরা গ্রামের মৃত সহির আলীর ছেলে জিলা মিয়া (৪০)।

পুলিশ জানিয়েছে, সোমবার দিবাগত রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের শেখপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে সুহেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা ১টি দেশীয় অস্ত্র ও ১টি শর্টগানের লীডবল কার্তুজ উদ্ধার করা হয়।

অপর অভিযানে একই ইউনিয়নের দক্ষিণ মাসুরা গ্রামে অভিযান চালিয়ে জিলা মিয়া নামে ১জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ৯ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এদিকে, পৃথক অভিযানের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে