• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কমলা হ্যারিসের জনপ্রিয়তা দ্বিগুণ ট্রাম্পের চেয়ে

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
কমলা হ্যারিসের জনপ্রিয়তা দ্বিগুণ ট্রাম্পের চেয়ে

আমেরিকার প্রেসিডেন্ট ভোটের আগে ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজ-ইপসোস-এর জনমত সমীক্ষা অনুযায়ী আমেরিকার ৪৯ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে পছন্দ বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা। অন্য দিকে, ট্রাম্পের প্রতি ৪৫ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। আগামী ১০ সেপ্টেম্বর ট্রাম্প এবং কমালার প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট হতে যাচ্ছে। তার আগে জনমত সমীক্ষার এই ফল ডেমোক্র্যাটিক পার্টির সমর্থকদের আরও উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। জনপ্রিয়তা নিয়ে হ্যারিসকে কটাক্ষ করতে ছাড়ছেন না ডনাল্ড ট্রাম্প।

 

গতকাল পেনসিলভেনিয়ার সভা থেকে ট্রাম্প বলেন, হ্যারিসের থেকে অনেক ভাল দেখতে তাকে। তবে এই ধরণের মন্তব্য থেকে বিরত থাকার বার্তা ট্রাম্পকে বারবার দেওয়া হচ্ছে। নির্বাচনের আগে জনমত সমীক্ষায় চার পয়েন্টে এগিয়ে ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিস। যা বেশ তাৎপর্যপূর্ণ। সমীক্ষার এই পিছিয়ে থাকা লড়াইয়ে চাপে রাখছে ডনাল্ড ট্রাম্পকে। এর আগে জুলাইয়ের তৃতীয় সপ্তাহে রয়টার্স-ইপসোসের তরফে যে জনমত সমীক্ষা চালানো হয়েছিল, তার ফল জানিয়েছিল আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদে কমালাকে সমর্থন জানিয়েছেন।

 

অন্য দিকে ট্রাম্পের প্রতি ৪২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

 

অর্থাৎ এক মাসের ব্যবধানে দুই প্রার্থীর ব্যবধান দুই থেকে বেড়ে চার শতাংশ হল।মিশিগান, পেনসিলভানিয়া, উইসকনসিন, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, অ্যারিজোনা এবং নেভাদা এই সাতটি রাজ্য দুই প্রেসিডেন্ট প্রার্থীর জন্য সাফল্যের চাবিকাঠি। তবে অন্যান্য জনমত সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে, কমালা হ্যারিস প্রায় সব রাজ্য থেকেই এগিয়ে। আমেরিকার ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নেত্রী কমালা হ্যারিস। আগামী ৫ নভেম্বর নির্বাচনে জয়ী হলে প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ারও নজির তৈরি করবেন তিনি। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস