ওয়াল নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইউর অথরিটি? আপনার অথরিটি কোথায়? আপনাকে পার্লামেন্টেই আনতে হবে। এ ক্ষেত্রে ছেলেমানুষী করার তো কোনো কারণ নাই।
নির্বাচনের বিষয়ে সংবিধান সংশোধন প্রসঙ্গ নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে এ সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় যেটা হয়েছে, ওই রাজনৈতিক দলই ছিল যারা পিপল জাজের বিরুদ্ধে বিদ্রোহ কিরেছিল। ওখানে শুধু মেইন লোকটার পরিবর্তন হয়েছে, যার কারণে সেখানে সংস্কারটা সেভাবে হয়নি।’
বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাকে অবশ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে, সেখান থেকে ধারণা নিয়ে আপনাকে কাজ করতে হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘তাদেরকে আমি ঠিক বুঝতে পারছি না। তাদের আচরণটা আমার কাছে পরিস্কার না। যতটুকু বুঝি, এখানে কয়েকটা মত কাজ করছে মনে অন্তর্বর্তী সরকারের মধ্যে। কেউ চায় যে এখনই আমরা সবকিছু সংস্কার করে দেব। আর কেউ চায় যে, সংবিধানের মধ্যে রেখেই সংস্কার করবো। এ ক্ষেত্রে তারা মুখ খুলছেন না। অস্পষ্টতা কখনো ভালো না।’