ওয়াল নিউজ ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারত সফর নিয়ে চড়তে শুরু করেছে আশার পারদ। ছন্দে থাকা বাংলাদেশ দল এবার শক্তিশালী ভারতের বিপক্ষেও ইতিবাচক ফল এনে দেবে, এমনটাই আশা সবার। তবে প্রত্যাশার বোঝা দলের ওপর চাপিয়ে দিতে চান না ফারুক আহমেদ। বরং দলের কাছে ভালো খেলার ধারাবাহিকতা দেখতে চান বিসিবি সভাপতি।
দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে রোববার দুপুরে ভারতের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তর দল। এর আগে গত সোমবার শুরু হয় তাদের অনুশীলন। বিদেশি কোচরা দেশে না আসায়, স্থানীয় কোচদের তত্ত্বাবধানেই চলে এই প্রস্তুতি পর্ব।
ভারত যাওয়ার আগের দিন রাখা হয়নি টেস্ট দলের অনুশীলন। এদিন বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত থেকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বোনাস ৩ কোটি ২০ লাখ টাকার চেক বুঝে নেন বাংলাদেশ অধিনায়ক।
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারত সফর নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি। ফল নিয়ে ভাবার চেয়ে ভারত সফরে ক্রিকেটারদের কাছে ভালো খেলা দেখার প্রত্যাশা জানান ফারুক।
“আমরা খুব ভালো করে জানি, আমাদের দলের শক্তিমত্তা কী, আমরা যে নিয়মিত উন্নতি করছি। বোর্ড প্রেসিডেন্ট ও সাবেক খেলোয়াড় হিসেবে একটা কথা বলতে পারি, দুই-একটা জয়ের চেয়ে যদি পারফরম্যান্সটা একটা মানে নিয়ে যেতে পারি, যেখান থেকে দলটা নিয়মিতভাবে জিতবে এবং একটা শক্তিতে দাঁড়াবে। যেমন ওয়ানডেতে এখন মানুষ মনে করে, বাংলাদেশ একটা শক্তিশালী দল। যদিও গত ওয়ানডে বিশ্বকাপে আমরা আশানুরূপ খেলতে পারিনি।”
“আমি মনে করি, ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। খেলায় তো হার-জিত আসবেই। এটা খেলার একটা অংশ।”
পাকিস্তান সফরের দুই টেস্টেই দাপট দেখান বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ, নাহিদ রানা, তাসকিন আহমেদ, শরিফুল ইসলামদের নিয়ে গড়া পেস আক্রমণের বিপক্ষে সুবিধা করতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথমবার ১০ উইকেটের সবকটি নেওয়ার রেকর্ড গড়েন বাংলাদেশের পেসাররা।
তাসকিন, শরিফুল, হাসানদের গড়া আক্রমণে সবশেষ সংযোজন তরুণ নাহিদ। পুরোনো বলে গতির ঝড়ে প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার কাজটি দারুণভাবেই করেন তিনি। আর নতুন বলে দায়িত্বটা নেন তাসকিন, হাসানরা। পেসারদের এই উত্থানে রোমাঞ্চিত ফারুক। ভারত সফরে স্পিনারদের পাশাপাশি পেসারদের নিয়েও আশাবাদী বোর্ড প্রধান।
“আমরা সবাই জানি, ভারতের শক্তি কী, আমাদের শক্তি কী। আমাদের সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হচ্ছে, এরকম একটা পেস বোলিং বিভাগ আমি বাংলাদেশে কখনও দেখিনি। আমার খেলার সময় বা সাম্প্রতিক সময়ে দেখিনি। আমরা জানি আমাদের স্পিন বোলিং ভালো। কিন্তু পেস বোলিং (পাকিস্তানের বিপক্ষে) অবিশ্বাস্য ছিল।”