• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে নৌকাডুবি : ২ জনের লাশ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২৪
জগন্নাথপুরে নৌকাডুবি : ২ জনের লাশ উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবল বাতাসে পড়ে নৌকা ডুবে ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে । শুক্রবার বিকেলে উপজেলার হলদিপুর-ভুরাখালীর মাঝামাঝি নলুয়ার হাওরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন- দিরাই উপজেলার কালধর গ্রামের কাদির উল্লাহর স্ত্রী রহিমা বেগম (৭৫) ও তার নাতবউ মল্লিকা বেগমকে (৩৫)। মল্লিকা কালধর গ্রামের আবুল কালামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দিরাই উপজেলার কালধর গ্রামের একই পরিবারের ৬ জন শুক্রবার বিকেলে জগন্নাথপুর থেকে বাড়ি ফিরছিলেন। জগন্নাথপুর উপজেলার হলদিপুর-ভুরাখালীর মাঝামাঝি নলুয়ার হাওরে তাদের বহনকারী ছোট ইঞ্জিনচালিত নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৪ জন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও রহিমা বেগম ও তার নাতবউ মল্লিকা বেগম পানিতে তলিয়ে যান।
এ খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে কালধর গ্রামের কাদির উল্লাহর স্ত্রী রহিমা বেগমের মরদেহ উদ্ধার করে। অনেক খোজাখুজি করেও মল্লিকার সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকালে মল্লিকার মরদেহ ভেসে উঠলে পুলিশ লাশটি উদ্ধার করে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই উপজেলার জগদল ইউনিয়ন পরিষদের সদস্য রুমন মিয়া চৌধুরী বলেন, একই পরিবারের ৬ জন নৌকাযোগে জগন্নাথপুর থেকে দিরাই আসার পথে নলুয়ার হাওরে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকার থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও দুই জন নিখোজ হন। দুর্ঘটনার পর রাতে রহিমা বেগমের মরদেহ এবং শনিবার মল্লিকা বেগমের লাশ উদ্ধার করা হয়।
দিরাই ও জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে নিহত দু’জনের লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, নিহত দু’জনের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।