• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্ত থেকে ইলিশ মাছের বড় চালান আটক

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২৪
সুনামগঞ্জ সীমান্ত থেকে ইলিশ মাছের বড় চালান আটক

নিজস্ব প্রতিবেদক:: সুনামগঞ্জের দোয়ারবাজার সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ আটক করেছে বিজিবি।

বুধবার ( ১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় দিকে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার বিওপির দায়িত্বপূর্ণ ঘিলাতলী নামক সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা। চোরাকারবারিরা বিজিবি টহল দেখে মালামাল রেখে পালিয়ে যায়। অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আমাদের অভিযানে ২৭৫ কেজি বাংলাদেশি ইলিশ মাছ আটক করা হয়েছে। ইলিশ মাছ গুলো স্থানীয় কাস্টমস এ জমা করা হবে।