• ১৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

কানাইঘাট ও শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনা, নিহত ২

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের কানাইঘাট ও হবিগঞ্জের শায়েস্তগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের একজন হলেন জকিগঞ্জের কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের দেলোয়ার হোসেন (২৫)। অপরজনের পরিচয় জানা যায়নি।
আমাদের কানাইঘাট প্রতিনিধি জানান, কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কানাইঘাটের সড়কের বাজারের নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার সিলেটের জকিগঞ্জের কাজলশার ইউনিয়নের গোটারগ্রামের বাসিন্দা। তিনি গোটারগ্রাম পয়েন্টে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
স্থানীয়রা জানান, সোমবার বিকেল সাড়ে ৩টার সড়কের বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে বিপরীত দিক থেকে আসা একটি কোম্পানির গাড়ি চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় রাস্তার দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানাবাহন চলাচল স্বাভাবিক করে।
দেলোয়ারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন নিহতের পরিবারের ঘনিষ্টজন সাংবাদিক এনামুল হক মুন্না।
এদিকে আমাদের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি জানান, শায়েস্তাগঞ্জে অজ্ঞাত গাড়ীর চাপায় পথচারী যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাত গাড়ী পথচারী যুবক(২৫)কে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এদিকে, সড়ক দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল ব্ন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টা খানেক মহাসড়কে যানাবাহন বন্ধ ছিল। এসময় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে হাইওয়ে থানা পুলিশ চেষ্টায় যানচলাচল স্বাভাবিক করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।