• ১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৭ হিজরি

চঞ্চল-নিশোর নায়িকা কে হবেন ?

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
চঞ্চল-নিশোর নায়িকা কে হবেন ?

ওয়াল নিউজ ডেস্ক


অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে নতুন চলচ্চিত্র ‘দম’ নির্মাণ করছেন পরিচালক রেদওয়ান রনি। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে ছবিটির কাজ এগোচ্ছে। ঘোষণা এসেছিল ২০২৩ সালের ডিসেম্বরে—তখন শুধু চঞ্চলের নামই জানা গিয়েছিল, পরে যুক্ত হন নিশো।

গল্পের প্রয়োজনে বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, জর্দান ও কাজাখস্তানের বিভিন্ন লোকেশনে শুটিং করার পরিকল্পনা রয়েছে। তবে ছবির নায়িকা কে হবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।
শুটিংয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, নায়িকা হিসেবে পূজা চেরির সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের কথাবার্তা প্রায় চূড়ান্ত। কিন্তু নির্মাতা রেদওয়ান রনি এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন।

তার ভাষায়, ‘দম সিনেমার নায়িকা এখনও চূড়ান্ত করিনি। অডিশনের একটি ব্যাপার রয়েছে। সেখান থেকেই নায়িকা নির্বাচন করা হবে। তবে নায়িকা সিলেকশনের চেয়ে এখন আমরা গল্প ও শুটিং লোকেশনের বিষয় গুরুত্ব দিচ্ছি। আসছে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে ‘দম’ সিনেমার দৃশ্যধারণ করার কথা ভাবছি। এ কারণে লোকেশন নিয়ে বেশি ভাবতে হচ্ছে, নায়িকা না। ’

‘দম’ যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই এন্টারটেইনমেন্ট ও চরকি। রেদওয়ান রনির এটি তৃতীয় ছবি। প্রথম ছবি ‘চোরাবালি’ তাকে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার, এরপর তিনি নির্মাণ করেন ‘আইসক্রিম’।