• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

অ-২০ পর্যায়েও এশিয়ান কাপের হাতছানি;

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫
অ-২০ পর্যায়েও এশিয়ান কাপের হাতছানি;

The Wall News.Com


মেয়েদের ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১০৪) চেয়ে ৮৩ ধাপ এগিয়ে দক্ষিণ কোরিয়া (২১)। তা পরিসংখ্যানে যতই এগিয়ে থাকুক, টানা দুই জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ চোখে চোখ রেখে লড়াই করতে প্রস্তুত। মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আজ বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া ম্যাচ। লাওসের ভিয়েনতিয়ানের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়।

বাছাইপর্বে আট গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি চলে যাবে মূলপর্বে। বাকিদের মধ্য থেকে সেরা তিনটি রানার্সআপ দলও জায়গা করে নেবে। এইচ-গ্রুপে শক্তিশালী দক্ষিণ কোরিয়া থাকায় সেরা রানার্সআপ তিনটির একটি হতে চান আফঈদারা। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে কোচ পিটার বাটলারের শিষ্যরা।

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া দুদলেরই পয়েন্ট সমান ছয়। গোল পার্থক্যও সমান। তবে প্রতিপক্ষের জালে গোল দেওয়ার ক্ষেত্রে এগিয়ে লাল-সবুজের মেয়েরা। কোরিয়া তিমুরকে ৯-০ এবং লাওসকে ১-০ গোলে হারিয়েছে। এক গোলে এগিয়ে বাংলাদেশ।

আজ দক্ষিণ কোরিয়াকে রুখে দিতে পারলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী, একাধিক দলের সমান পয়েন্ট হলে হেড টু হেড বিবেচনায় আসবে। আজ ড্র হলে হেড টু হেড একই থাকছে। এরপর গ্রুপের মধ্যে গোল ব্যবধান। সেটাও সমান। তখন বাইলজের ৭.২.২.৬ ধারা অনুযায়ী বেশি গোলের হিসাব হবে। বাংলাদেশ দুই ম্যাচে করেছে ১১ গোল, কোরিয়া ১০। এই হিসাবে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

সেরা রানার্সআপ দলের মধ্যে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়বে বাংলাদেশ। কারণ, আট গ্রুপের মধ্যে ডি-গ্রুপসেরা রানার্সআপের দৌড় থেকে ইতোমধ্যে ছিটকে গেছে। কারণ, এই গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের পয়েন্ট মাত্র চার। ভারত ও মিয়ানমারের মধ্যে শেষ ম্যাচ। ফলে এই গ্রুপের রানার্সআপ দলের ছয় পয়েন্ট হওয়ার সুযোগ নেই।