• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

The Wall News.Com
প্রকাশিত জুলাই ৪, ২০২৫
সুনামগঞ্জে অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও বিএসটিআই, সিলেট এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মাসুম ট্রেডার্স, ডিএস রোড, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটিকে সিএম সনদ গ্রহণ ব্যতীত ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রির অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’ অনুসারে ২৫ হাজার টাকা এবং ব্রেড পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, নিট ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ ইত্যাদি উল্লেখ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুসারে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আনোয়ার মিষ্টান্ন ভাণ্ডার, ডিএস রোড, সদর, সুনামগঞ্জ প্রতিষ্ঠানটিকে ফার্মেন্টেড মিল্ক পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, নিট ওজন, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তার।

সিলেটের বিএসটিআই কর্মকর্তা মো. আল আমিন ও ফিল্ড অফিসার মো. অমিত হাসান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটিং অফিসার হিসেবে অভিযানে অংশগ্রহণ করেন।