• ১১ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৭ হিজরি

ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ বাণিজ্যে আগ্রহী ঢাকা

The Wall News.Com
প্রকাশিত জুন ৪, ২০২৫
ভুটানের সঙ্গে জলবিদ্যুৎ বাণিজ্যে আগ্রহী ঢাকা

ওয়াল নিউজ ডেস্ক


পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভুটানের সঙ্গে বিশেষ করে জলবিদ্যুৎ বাণিজ্যে সহযোগিতার নতুন সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ খাতে ঘনিষ্ঠ সমন্বয় উভয় দেশের পারস্পরিক লাভের পথ খুলে দিতে পারে।

আজ রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভুটানের নব-নিযুক্ত রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি সৌজন্য সাক্ষাতে এলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা তার দায়িত্ব গ্রহণে শুভেচ্ছা জানান এবং তার মেয়াদকালে ঢাকা-থিম্পুর মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, গত কয়েক বছরে দুই দেশের মধ্যে নানা খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সাক্ষাতে বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের পথ খুঁজে বের করতে বাণিজ্য সচিব পর্যায়ের পরবর্তী বৈঠক দ্রুত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত দর্জি বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি ভুটানের নতুন উন্নয়ন দর্শন ‘গেলেপু মাইন্ডফুলনেস সিটি’ উদ্যোগ সম্পর্কেও উপদেষ্টাকে অবহিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব পালনকালে রাষ্ট্রদূতকে বাংলাদেশর পক্ষ থেকে সব ধরনের সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।