• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেট টেস্ট খেলা দেখা যাবে ৫০ টাকায়

The Wall News.Com
প্রকাশিত এপ্রিল ১৮, ২০২৫
সিলেট টেস্ট খেলা দেখা যাবে ৫০ টাকায়

নিজস্ব প্রতিবেদক


আগামী রোববার (২০ এপ্রিল) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের প্রথম টেস্টের টিকেটের বিস্তারিত প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যেকার সিলেটে প্রথম টেস্টের সর্বনিম্ন ক্যাটাগরির টিকেটের মূল্য রাখা হয়েছে একদম নাগালের মধ্যে। কেউ চাইলে ৫০ টাকায় দেখতে পারবেন সিলেট টেস্টের দিনের খেলা। তবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা।

এছাড়াও ক্লাব হাউজে ২৫০ টাকা। আবু সাঈদ স্ট্যান্ডে টিকেটের নাম ১০০ টাকা রাখা হয়েছে। এছাড়া সবুজ গ্যালারি, পশ্চিম গ্যালারি ও পূর্ব গ্যালারিতে (গেট-৩) মাত্র ৫০ টাকায় দেখা যাবে ম্যাচ। পূর্ব গ্যালারির আরেক প্রান্তে (গেট-২) বসে দেখতে হলে লাগবে ১৫০ টাকা।

সিলেট টেস্টের টিকেট পাওয়া যাবে আম্বরখানার মধুমতী ব্যাংকের পিএএলসি শাখায়। টেস্টের আগের দিন থেকে স্টেডিয়ামের প্রবেশ মুখের কাউন্টারেও বিক্রি করা হবে টেস্টের টিকেট।