ওয়াল নিউজ ডেস্ক
সিলেট মহানগরীতে বাসা থেকে অস্ত্র, গুলি ও ভারতীয় মুদ্রা উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে র্যাব হাতে গ্রেফতার হয়েছেন রাজিব হোসেন নামের সেই যুবক। পরে তাকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতে প্রেরণ করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিষয়টি শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া সিলেটভিউকে বলেন, গ্রেফতার রাজিবের বিরুদ্ধে ব্যাব বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এরআগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) মীরাবাজার এলাকায় বেলা আড়াইটার দিকে ঐ যুবকের বাসা থেকে নাইন এমএম পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং কিছু ভারতীয় মুদ্রা উদ্ধার করে র্যাব-৯। এর ৪-৫ ঘণ্টা পর অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে র্যাব।