• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পূর্ব পাগলা ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবাদুর রহমান

The Wall News.Com
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫
পূর্ব পাগলা ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এবাদুর রহমান

প্রেস বিজ্ঞপ্তি


শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের সর্বস্তরের জনতা, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীসহ দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ছাতক ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবাদুর রহমান।

রোববার এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর নিয়ে এসেছে আনন্দের বার্তা। সিয়ামের বরকতে সকল বিপদ-মুছিবত কেটে যাক। প্রতিটি দিনই হোক আমাদের জন্য ঈদের দিন। সৌহার্দ্য ভালোবাসায় ভরে উঠুক আমাদের আঙ্গিনা। সুখ, শান্তি, ঐক্য ও ভ্রাতৃত্ব সুদৃঢ় হোক।

তিনি আরোও বলেন, ৬ মাস ধরে ভ্রমনে কানাডায় অবস্থান করছি। আমার এলাকা ও দলীয় নেতাকর্মীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। শীঘ্রই এলাকার মানুষের টানে দেশে ফিরছি। আমার নিজ ইউনিয়ন পূর্ব পাগলার আপামর জনতা, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাসহ দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।