• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

গণহত্যার বিচার দাবিতে শহিদ পরিবারের শাহবাগ অবরোধ

The Wall News.Com
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫
গণহত্যার বিচার দাবিতে শহিদ পরিবারের শাহবাগ অবরোধ

ওয়াল নিউজ ডেস্ক


জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শহিদ পরিবার। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

পূর্বঘোষণা মোতাবেক বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘জুলাই ২৪ শহীদ পরিবারের’ ব্যানারে শহিদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতি দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কেউ কেউ এ সময় বিচারের বিষয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন।

তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

ছেলে হারানো এক অভিভাবক অবরোধ কর্মসূচিতে বলেন, আমরা এতোদিন গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। শহিদের রক্তের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।

এক বিক্ষোভকারী বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নেয়নি। তারা ঘাপটি মেনে সর্বস্তরে বসে আছে। হাসিনার দোসরদের বিচার হতে হবে।