• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

জীবন চলে যাচ্ছে মা: আরিফিন শুভ

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫
জীবন চলে যাচ্ছে মা: আরিফিন শুভ

ওয়াল নিউজ ডেস্ক


ঢালিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার আরিফিন শুভ গত বছর জানুয়ারিতে মাকে হারিয়েছেন। মাকে ঘিরেই ছিল তার সবকিছু। মাকে নিয়ে প্রায়ই ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করতেন তিনি। সেই ধারাবাহিকতায় আবারও মাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিলেন শুভ।

শুক্রবার মাকে নিয়ে পোস্ট দিয়ে আরিফিন শুভ লিখেছেন— ডিসেম্বর মাস থেকেই হঠাৎ হঠাৎ কাজের মধ্যেই মাথায় আসত যে ২৪ জানুয়ারি আবার ফিরে আসছে, সময় বড়ই স্বার্থপর। একটা একটা দিন গুনতাম, আর নিজের অজান্তে ভাবতাম— আমি কি কোথাও ভুল করছি সময়ের হিসাব করতে, নাকি আসলেই এক বছর হয়ে গেছে?

শুভ আরও লিখেছেন— লাখোকোটি শব্দ লিখেও এই জীবনে কোনো দিন আমি বোঝাতে পারব না… আমার জন্য তুমি কি ছিলে এবং আছ। তিনি বলেন, জীবন চলে যাচ্ছে মা, কিন্তু একটা বিশাল শূন্যতা নিয়ে!

এ অভিনেতা বলেন, গত ৩৬৫ দিন ধরে প্রত্যেকটা মুহূর্ত শুধু একটাই প্রশ্ন করেছি নিজেকে— সত্যিই তুমি নেই মা? নাকি আমি কোথাও ভুল করছি, এটা কোনো দুঃস্বপ্ন নয়তো? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা!

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন শুভর মা খাইরুন নাহার। প্রায় ৮ বছর ধরে শুভর ঢাকার বাসাতেই থাকতেন তিনি। এ ছাড়া বার্ধক্যজনিত আরও নানান সমস্যা ছিল তার। গত বছর ২৪ জানুয়ারি মারা যান খাইরুন নাহার ।