• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫
মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠল সিলেট

নিজস্ব প্রতিবেদক


মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে ওঠল পুরো সিলেট।

শুক্রবার রাত ১টা ২৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এ সময় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। রাজধানী ঢাকা থেকেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

তবে এটি বেশিক্ষণ দীর্ঘায়িত হয়নি। এছাড়াও এখন পর্যন্ত কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, সিলেট, শেরপুর, ফেনীসহ দেশের আরও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিক কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.১।

এটির প্রভাবে মিয়ানমার, ভারতের কয়েকটি রাজ্য ও বাংলাদেশে কম্পন হয়।