• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

সিলেটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫
সিলেটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক


তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিলেটে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিলেটের ১৩ উপজেলার ১৩টি কলেজ ও সিটি করপোরেশনের ৩টি কলেজের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। সিলেট জেলা স্টেডিয়ামে বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফাইনালে ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজ ১-০ গোলে দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রি কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সমাপনী অনুষ্ঠানের শুরুতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শাহাদতবরণকারী শহিদদের রূহের মাগফেরাত এবং আহত ছাত্র-জনতার রোগমুক্তি কামনায় প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ, জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মো. নূর হোসেন।