• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পার্কে ১৬ কিশোর-কিশোরী আটক, বিয়ের আয়োজন

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫
পার্কে ১৬ কিশোর-কিশোরী আটক, বিয়ের আয়োজন

নিজস্ব প্রতিবেদক


সিলেটের দক্ষিণ সুরমার একটি পার্কের বিভিন্ন রুম থেকে ১৬ কিশোর-কিশোরীকে আটক করেছে স্থানীয়রা। পরে আটকদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার রিজেন্ট পার্ক রিসোর্টে স্থানীয় বাসিন্দারা অভিযান চালিয়ে বিভিন্ন রুম থেকে তাদের আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান। আটক কিশোর-কিশোরীরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলভীবাজারের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কের অভ্যন্তরে অনেক আগে থেকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠে। নামে পার্ক হলেও এর ভেতরে রয়েছে বেশ কয়েকটি বিশ্রামাগার। তরুণ-তরুণীরা, এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আছে। সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করেন বলেও জানান স্থানীয়রা।

রিজেন্ট পার্ক রিসোর্টের পরিচালক হেলাল আহমদ জানান, ‘আমাদের এখানে সাধারণত রুম বুক করতে হলে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করতে হয়। আজ কীভাবে ঢুকেছে, সেখানে আমার ম্যানেজার ছিলেন। আমি থাকি না, মাঝেমধ্যে যাই। ম্যানেজার এখন অসুস্থ, তাই তার কাছ থেকে পুরো খবর এখনো পাইনি। শুনেছি ভাঙচুর হয়েছে।’

পার্ক পরিচালনায় যত ধরনের বৈধ কাগজপত্র থাকা প্রয়োজন তার সবই আছে বলেও জানান তিনি।

মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘খবর পেয়ে আমার পুলিশ সদস্যরা পার্কে যান। আপত্তিকর অবস্থায় বিভিন্ন কক্ষ থেকে ১৬ কিশোর-কিশোরীকে আটক করেছে স্থানীয়রা। পরে তারা তাদের অভিভাবকদের সংবাদ দিয়েছেন। তারা বিয়ের ব্যবস্থা গ্রহণ করবেন। আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে আমরা নেব।’