• ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৫
পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে

ওয়াল নিউজ ডেস্ক


পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, দুইদিন পর আজকে আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা অবস্থান করছে। রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। দুই দিন ধরে ১১ থেকে ১২ ডিগ্রির ওপরে তাপমাত্রা রেকর্ডের পর আবার ৭ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ড হওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছেন পঞ্চগড়বাসী। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ। তীব্র ঠান্ডার কারণে কাজের জন্য বাইরে বের হতে পারছেন না। খরকুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা। এ ছাড়া হাসপাতালে বেড়েছে ঠান্ডজনিত রোগে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।