• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কাজিরবাজার মাদরাসার মাহফিল আগামী শনি ও রবিবার

The Wall News.Com
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
কাজিরবাজার মাদরাসার মাহফিল আগামী শনি ও রবিবার

সংবাদ বিজ্ঞপ্তি


সিলেটের কাজিরবাজারস্থ ‘জামেয়া মাদানিয়া ইসলামিয়া’র বার্ষিক ইসলামি মহাসম্মেলন শনি ও রবিবার (১৭ ও ১৮ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘আল-জামেয়া কুরআন শিক্ষাবোর্ডের দস্তারবন্দি সম্মেলন-২০২৫’। এ উপলক্ষে সকল প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

সম্মেলন সফল ও মাদরাসার সার্বিক উন্নতির লক্ষ্যে বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় জামেয়া মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জামেয়ার মজলিশে শুরা কমিটির নেতৃবৃন্দ, সিলেটের শীর্ষ উলামা, গণ্যমান্য ব্যক্তি, প্রাক্তন ছাত্র ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সিলেট তাবলিগ জামাআতের মুরুব্বি নুমানি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে ঐতিহ্যবাহী দ্বিনি এই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান রাহ.-এর স্বর্ণখচিত অবদান তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন জামেয়ার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুস সুবহান। সভায় ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। পরে সবার মতামতের ভিত্তিতে শুরা কমিটি এর লিখিত অনুমোদন দেন।

এছাড়া সাধারণ সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে-প্রিন্সিপাল হাবিবুর রহমানের ওফাতের পর থেকে বর্তমান মুহতামিম দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত জামেয়ার সকল আয়-ব্যয়ের হিসাব গ্রহণযোগ্য ও বিশ্বস্ত ফার্ম দ্বারা অডিট করানো এবং জামেয়ার অভ্যন্তরীণ স্থাবর-অস্থাবর সম্পত্তি পর্যালোচনা ও এর উপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করা ইত্যাদি। অডিট ব্যবস্থাপনা, পর্যালোচনা ও প্রতিবেদন তৈরির কাজ পরিচালনায় ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয় সাধারণ সভায়।

মাদরাসা সূত্র জানায়, জামেয়ার আসন্ন মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে একটি কুচক্রি মহল। বিষয়টি নিয়ে বুধবারের সাধারণ সভায় ব্যাপক আলোচনা হয়। এসময় উপস্থিত সিলেটের বিশিষ্টজন সমাবেশ সফলে ও মাদরাসার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল ষড়যন্ত্র এবং অপতৎপরতা রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাধারণ সভার আগে জামেয়ার মুহতামিম মাওলানা শায়খ আব্দুস সুবহান এক ভিডিও-বার্তার মাধ্যমে সিলেটবাসীসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের কাছে আসন্ন ইসলামি মহাসম্মেলন সফলের আহবান জানান।

জামেয়ার এই উন্নতি অব্যাহত রাখতে ও আসন্ন সম্মেলন সফল করতে মুহতামিম সবার দোয়া এবং সহযোগিতা কামনা করেন।

কাজিরবাজার জামেয়ার দুদিনব্যাপী ইসলামি মহাসম্মেলনে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমরা আলোচনা করবেন। এর মধ্যে কয়েকজন হচ্ছেন-আওলাদে রাসুল (সা.) আল্লামা সায়্যিদ আফফান মনসুরপুরী (ভারত), বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, আওলাদে রাসুল (সা.) আল্লামা ফায়সাল নাদিম (পাকিস্তান) ও হযরত মাওলানা মুশতাকুন্নবী কাসেমী। জামিয়া মাঠে আয়োজিত এ সম্মেলন প্রতিদিন বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে।