• ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, নিহত ৪ শ্রমিক

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪

নিজস্ব প্রতিবেদক


হবিগঞ্জের বাহুবলে অবস্থিত আকিজ ভেঞ্চার লিমিটেড-এর গ্যাস লাইনে কাজ করতে গিয়ে বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯ টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিজান গাজী, মাহফুজ মিয়া ও রিয়াজ মিয়া। তারা সকলেই চাদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সকালে উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার লি. নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। হঠাৎ করে সকাল ৯টার দিকে লাইনে বিস্ফোরণ ঘটে। এ সময় দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী ও মাহফুজ মিয়ার মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় কর্মচারী রিয়াজকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সেখানে চিকিৎধীন অবস্থায় আরো একজন মারা গেছেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।