• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোন ধরণের দুর্নীতি বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না: সিলেটে উপদেষ্টা ফরিদা

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোন ধরণের দুর্নীতি বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না: সিলেটে উপদেষ্টা ফরিদা

নিজস্ব প্রতিবেদক


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘বিগত সরকারের আমলে দুর্নীতি হয়েছে এটি সত্য কথা। অনেক প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল। এমনকি কাজ ফেলে রাখা হয়েছে। ঘটে যাওয়া দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে। এ মন্ত্রণালয়ে সংস্কার ও বিচার একসঙ্গে চলবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কোন ধরণের দুর্নীতি বা অব্যবস্থাপনা সহ্য করা হবে না।’

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেটের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, ‘সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখিও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বন্যা আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। এছাড়া, প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ ধরনের পদক্ষেপে বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে বলেও জানান তিনি। এ সময় উপদেষ্টার সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিত ছিলেন।