• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটে সড়কের পাশ থেকে লাশ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৪

ওয়াল নিউজ প্রতিবেদন


সিলেটের শাহপরান থানাধীন সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে -এমন খবরের ভিত্তিকে শাহপরান থান পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা যায় মারা যাওয়া ব্যক্তি ভবঘুরে ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।