• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে জ্বালানি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

The Wall News.Com
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪
জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে জ্বালানি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি

বৃহত্তর জৈন্তিয়া তথা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার প্রতিটি ঘরে ঘরে গ্যাস সংযোগ প্রদানের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ।

রোববার (৮ ডিসেম্বর) সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি গিয়াস আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক সালাউদ্দিন বেলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট হাসান আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ, সহ-ক্রীড়া সম্পাদক জবরুল ইসলাম, সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, আতিকুল আমিন, আনোয়ারুল হক তোতা, আব্দুস সালাম লাভলু, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মোনাইম, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান এলাহী তুষার, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বৃহত্তর জৈন্তিয়ায় ১৯৫৫ সালে গ্যাস ক্ষেত্র ও ১৯৮৬ সালে তেল খনি আবিষ্কৃত হলেও বৃহত্তর জৈন্তিয়ার মানুষ আজও গ্যাস সংযোগ থেকে বঞ্চিত রয়েছে। পরবর্তীতে বৃহত্তর জৈন্তিয়া এলাকায় আরো বেশ কিছু গ্যাস ক্ষেত্র ও তেল খনি আবিষ্কৃত হলেও এ অঞ্চলের মানুষের প্রতি বৈষম্যের অবসান ঘটেনি।

এছাড়া স্মারকলিপিতে বৃহত্তর জৈন্তিয়ার প্রতিটি ঘরে ঘরে অবিলম্বে গ্যাস সংযোগ প্রদানের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টার কাছে জোর দাবি জানানো হয়।