
শান্তিগঞ্জ প্রতিনিধি
২০২৪ সালে অনুষ্ঠিত এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছে শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের খুদিরাই বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা ইসলাম। ফাতেমা পূর্ব পাগলার খুদিরাই গ্রামের শালিশ ব্যক্তিত্ব মাষ্টার আবু সাঈদের ছোট মেয়ে তামান্না সাঈদ রানীর কন্যা।
শুক্রবার (০৬ ডিসেম্বর) প্রকাশিত এম এ মান্নান মেধাবৃত্তির ফল প্রকাশিত হলে এই তথ্য জানা যায়। এম এ মান্নান মেধাবৃত্তি পরীক্ষায় ফাতেমার সাফল্যে আনন্দিত তার পরিবারের সদস্য ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
বৃত্তি পাওয়া ফাতেমার মামা আবু তাহের বলেন, ‘আমার ভাগ্নি ফাতেমা ইসলাম এম এ মান্নান মেধাবৃত্তি অর্জন করায় আমরা অত্যন্ত আনন্দিত। সে বড় হয়ে একজন আইনজীবি হয়ে দেশের নির্যাতিত মানুষের পক্ষে আইনি লড়াই করতে চায়। সবাই তার জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত এম এ মান্নান প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল গত শুক্রবার (৬ ডিসেম্বর) প্রকাশিত হয়। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৪১ জন শিক্ষার্থী অংশ নেন। এরমধ্যে মধ্যে দু’টি গ্রেডে ৭৫ জন শিক্ষার্থী বৃত্তি পান।