• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আরিফ খান জয় গ্রেফতার

The Wall News.Com
প্রকাশিত আগস্ট ২০, ২০২৪
আরিফ খান জয় গ্রেফতার

অনলাইন ডেস্ক:
সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে করা হয়। ডিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হহয়, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় জয়কে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা–২ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

সংশ্লিষ্টরা বলছেন, নানা বিতর্কিত কর্মকাণ্ড আর একের পর এক ঘুষ-দুর্নীতির অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে।

শেখ হাসিনার সরকারকে তিনি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।