• ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিলেটে সোনালী প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪
সিলেটে সোনালী প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট নগরীর চৌকিদেখী সৈয়দ নাসির উদ্দিন (রহ.) স্কুল এন্ড কলেজের আয়োজনে সোনালী প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) মেধাবৃত্তি পরীক্ষায় বৃহত্তর সিলেটের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মেধার বিকাশ ও প্রসার করতে সোনালী প্রজন্ম মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনকালে সৈয়দ নাসির উদ্দিন (রহ.) স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবীদ হুমায়ুন আহমদ মাসুক বলেন, সু-শিক্ষা হচ্ছে জাতির মেরুদন্ড। শিক্ষার অগ্রগতি জন্য প্রতিযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে। তথ্য প্রযুক্তি ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার আলোকে আমাদের সন্তানদের আলোকিত সু-শিক্ষিত, সু-শৃঙ্খল, কর্মঠ ও আদর্শবাদ হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আমাদের সন্তানদের যুগোপযোগী শিক্ষাদান ও ভষিষ্যৎ সু-নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে সৈয়দ নাসির উদ্দিন (রহ.) স্কুল এন্ড কলেজ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সৈয়দ নাসির উদ্দিন (রহ.) স্কুল এন্ড কলেজের পরিচালক শওকত আলী, সাইফুল ইসলাম, ফয়েজ উদ্দিন আহমদ, শাহপরাণ প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল আশুতোষ চন্দ প্রমুখ।