• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক


সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশের ৩টি সরকারি মেডিকেলের নাম পরিবর্তনের লক্ষ্যে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে অনুসারে, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ’ নামকরণ করা হয়। এছাড়া হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে ‘হবিগঞ্জ মেডিকেল কলেজ’ এবং গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিবর্তে ‘গোপালগঞ্জ মেডিকেল কলেজ’ নামকরণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ, অবিলম্বে এ আদেশ কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ নভেম্বর একনেকে সভায় ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল’ সুনামগঞ্জ নামে প্রায় ১১শ ৭ কোটি ৮৭ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির অনুমোদন করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সদর উপজেলার সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুর-দিরাই সড়কের উভয়পাশে মোট ৩৫ একর জায়গা নিয়ে গঠিত হয় মেডিকেল কলেজটি।