
ওয়াল নিউজ ডেস্ক
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক স্কুলে লেখাপড়া সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে কি না সেটি দেখার জন্য শিগগিরই প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ‘মনিটরিং সেল’ গঠন করা হবে।
উপদেষ্টা আজ (১৯ নভেম্বর) সুনামগঞ্জ পিটিআইতে ‘আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।
তিনি বলেন, অনেক স্কুলে সার্ভার দেয়া আছে। প্রয়োজনে শিক্ষকরা অনলাইনে কানেক্ট থাকতে পারেন। প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার জন্য যে সকল শিক্ষকরা ভালো করবে তাদেরকে পুরস্কৃত এবং যারা খারাপ করবে তাদেরকে তিরস্কার করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষার্থীরা যাতে ঝরে পড়া রোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রাথমিকে শিক্ষার্থী কমে যাচ্ছে। সরকারি প্রাথমিকের শিক্ষার্থীরা কেন ঝরে পড়ে সে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, মানুষের ধারণা হলো- সরকারি প্রাথমিক স্কুলে পড়ালেখা হয় না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ২৯ জন ছাত্রকে পাঠদান করেন একজন শিক্ষক। এটি একটি স্ট্যান্ডার্ড অবস্থায় আছে; যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য লেখাপড়ার উপযোগী।
তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য পঞ্চম শ্রেণী পাশ করে একজন শিক্ষার্থী যেন বাংলা ভালোমতো বুঝে পড়তে পারে, লিখতে পারে, অংক, যোগ-বিয়োগ, গুণ-ভাগ ভালো মতো করতে পারে। সেই লক্ষ্যে শিক্ষকগণ সচেতন থাকবেন।
তিনি বলেন, সকল উপজেলায় ‘শিক্ষা ভবন’ করার পরিকল্পনা আছে যেখানে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর থাকবে। প্রশিক্ষণ অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ড. মো: আতাউল গণি ও জেলা প্রশাসক ড. মো. ইলিয়াস মিয়া, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক মো. জালাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল, পিটিআই’র সুপারিনটেনডেন্ট দীপঙ্কর মোহান্ত উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি সুনামগঞ্জের উন্নয়নে সংশ্লিষ্ট সকলে বিভাগের কর্মকর্তাদের সহযোগিতা কামনা করে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন।
পরে তিনি সুনামগঞ্জ সদরের নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আহম্মদাবাদ ইচ্ছানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা।