• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৮, ২০২৪
জগন্নাথপুরে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুজিত দাস (২৭) উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের পুত্র।
শনিবার রাত ৯টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর নিচ অংশ থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন- ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য যাত্রীবেশে রানীগঞ্জ সেতুতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপর আছে।