• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০২৪ সম্পন্ন হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সিলেট জেলা শাখার দি এইডেড হাইস্কুল এবং আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২৪ টি স্কুলের প্রায় ৮৫৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

দি এইডেড হাইস্কুল, সিলেট কেন্দ্রের কেন্দ্র প্রধান ছিলেন সিলেট জেলা কমিটির সভাপতি মাওলানা মো. বদরুল আলম ও কেন্দ্র সচিব ছিলেন সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মুহিব উল্লাহ। কেন্দ্র পরিচালনার দায়িত্ব পালন করেন যথাক্রমে পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাজিদুর রহমান ও সদস্য সচিব মো. মিফতাউল আলম।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন সিলেট সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মো. জাফর আহমেদ, ঢাকা কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. মোশারেফ হোসেন, কানাইঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ, বড়খাল বহুমুখী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক হামিদুর রহমান, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক মো. ইয়াহহিয়া, গোলাপগঞ্জ কামাল এন্ড সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ।

সার্বিক বিষয় ও পরিস্থিতি পর্যবেক্ষণ করেন দি এইডেড হাইস্কুল এর সহকারী প্রধান শিক্ষক জনাব ফয়সাল আহমদ। পরীক্ষা বাস্তবায়নে সহযোগিতা করেন সহ-সভাপতি শাহ মো শামসুল ইসলাম, সহ-সভাপতি ভুপেন্দ্র কুমার দাস, মাহমুদুল হাসান, কমলেন্দু কুমার দাস, পংকজ দাস, কৃতিশ তালুকদার, মো. ফয়েজ উদ্দিন, মোহিতুষ দাস, সজল দেবনাথ, জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, জাকিয়া বেগম, শাহেদা খানম, বাবুল মিয়া প্রমুখ।

ছাত্র-ছাত্রীরা খুবই মনোরম ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারায় অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।