• ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে নিখোঁজ দুই তরুণী ঢাকায় উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪
সুনামগঞ্জে নিখোঁজ দুই তরুণী ঢাকায় উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের মধ্যনগর থেকে ৪ নভেম্বর নিখোঁজ হওয়া দুই তরুণীকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে । তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ঢাকার ডেমরা থেকে পুলিশ তাদেরকে উদ্ধার করে। উদ্ধারকৃত দুই তরুণী হলো- মধ্যনগর উপজেলার চান্দালিপাড়া গ্রামের মরজিনা (১৬) ও আকলিমা (১৬)।
পুলিশ জানায়, মরজিনা ও আকলিমা ৪ নভেম্বর কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এব্যাপারে ১০ নভেম্বর নিখোঁজ দু’জনের বাবারা থানায় জিডি করেছিলেন।
মধ্যনগর থানা অফিসার ইনচার্জ মো. সজীব রহমান জানান, তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকার ডেমরা সারুলিয়া এলাকা থেকে নিখোঁজ ২ তরুণীকে উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।