• ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ ১ সপ্তাহের মধ্যে

The Wall News.Com
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪

ওয়াল নিউজ ডেস্ক


দেশের ২৫ জেলার জেলা প্রশাসককে (ডিসি) গত ২০ আগস্ট প্রত্যাহার করা হয়েছিল। এক সপ্তাহের মধ্যে এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
সিনিয়র সচিব জানান, ডিসি পদায়ন এমন একটি জিনিস, যা একটা পদ্ধতির মাধ্যমে বাছাই হয়। এটাকে বলা হয় ফিটলিস্ট। এ বিষয়ে পাঁচজনের একটি কমিটি আছে।
তিনি বলেন, আমার তো এখানে আসা (জনপ্রশাসন মন্ত্রণালয়) ছয়দিন। ডিসি পদায়নের ফিটলিস্টের বিষয়ে প্রতিদিন এখানে ১০ মিনিট করেও যদি ধরি… এটি সময় সাপেক্ষ। ৬০০ অফিসারের একটা তালিকা আছে, সেখান থেকে আমরা একটা ফিটলিস্টের তালিকার পর্যায়ে নিয়ে আসছি। আর একদিন লাগবে। আমরা এই লিস্টের সামারি করে যে ২৫ জন (ডিসি) তোলা হয়েছে, এখানে প্রথমে দিতে হবে। এক সপ্তাহের মধ্যে এসব জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি।