• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিসিকের সাবেক কাউন্সিলরসহ তিনজন গ্রেপ্তার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৪
সিসিকের সাবেক কাউন্সিলরসহ তিনজন গ্রেপ্তার

ওয়াল নিউজ ডেস্ক


সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২ নম্বর ওয়াডের্র সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. মতিউর রহমানসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। বাকি দুজন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একটি হত্যা মামলার পলাতক আসামি। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল। এর আগে বুধবার রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, সিসিকের সাবেক কাউন্সিলর মো. মতিউর রহমানকে বুধবার রাত ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার শ্রীরামপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কতোয়ালি থানায় ছাত্র-জনতার আন্দোলনে নাশকতা সৃষ্টির মামলা (এফআইআর নং-৩৪/৪৭৩) রয়েছে। মতিউর ওই এলাকার মৃত নশিদ আলীর ছেলে।
অপরদিকে, বিকেল সাড়ে চারটার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে রায়হান হত্যা মামলার প্রধান আসামিসহ দুই জনকে উপজেলার ইছগাঁও থেকে গ্রেপ্তার করে র‌্যাব। তারা হলেন- উপজেলার বাউধরন গ্রামের সুহেল মিয়ার ছেলে শাওন মিয়া (১৯) ও একই গ্রামের কয়ছব আলীর ছেলে শহিদ মিয়া (২১)।
র‌্যাব জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাউধরন গ্রামের শাওন মিয়ার বাড়ির সামনে তিনি ও তার সহযোগিরা রায়হান নামের এক ব্যক্তিকে বেধড়ক মারধর করেন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন।