• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জবানবন্দিতে সাবেক আইজিপি সুনামগঞ্জের মামুনের ‘দোষ স্বীকার’!

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪
জবানবন্দিতে সাবেক আইজিপি সুনামগঞ্জের মামুনের ‘দোষ স্বীকার’!

ওয়াল নিউজ ডেস্ক


গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় নিজের দোষ স্বীকার করে দ্বিতীয় দফায় জবানবন্দি দিয়েছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার ট্রাইব্যুনালের নির্দেশনা মোতাবেক ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে এ জবানবন্দি দেন তিনি।
এর আগে গত ৭ নভেম্বর ট্রাইব্যুনালের নির্দেশনা মোতাবেক একই আদালতে জবানবন্দি দেন তিনি। গণহত্যার ঘটনায় তিনিই প্রথম দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
এ তথ্য নিশ্চিত করে তার আইনজীবী অ্যাডভোকেট মো. আবু সুফিয়ান জানান, বুধবার তার জবানবন্দি রেকর্ড করার জন্য সিএমএম আদালতের বিচারকের খাস কামরায় উপস্থিত করা হয়। পরে বিচারক জবানবন্দি রেকর্ড করেন মর্মে আমরা অবগত হয়েছি।
এর আগে ৩০ অক্টোবর চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ধানমন্ডি থানার মামলায় তিনদিন ও বংশাল থানার মামলায় চারদিনের রিমান্ডের আদেশ দেন আদালত। রিমান্ড শেষে এ জবানবন্দি দিলেন তিনি। মামুনের তার জন্মস্থান সিলেটের সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলায়