• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সাপের কামড়ে নারীর মৃত্যু

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৪
সাপের কামড়ে নারীর মৃত্যু

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের বিষধর সাপের কামড়ে রিনা রানী রবি দাস (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রিনা রানী রবি দাস নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবু রবি দাস স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়- রিনা রবি দাসের ঘরে মধ্যে চৌকির নিচে শুকানো লাকড়ি রাখা ছিল। সেখাতন হাত দিতেই সাথে সাথে সাপ কামড় দেয়। তখন তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুল ইসলাম জানান, রিনার ডান হাতের সাপের কামড়ের মতো চিহ্ন দেখতে পান। তারপর প্রাথমিক ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর অবস্থা অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
তাদের পরিবারের কাছে থেকে জানা যায় যে, সিলেট নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দেখার পর মৃত্যু হয় রিনার।
উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম মিয়া বলেন, সোমবার বিকালে রান্না করার জন্য ঘরে লাকড়ি আনতে গেলে লাকড়িতে নিচে সাপ ছিল সে জানতো না হাত দেওয়ার সাথে সাথেই সাপ কামড় দিয়ে দেয় এবং ব্যথা অনুভব করেন। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে সিলেট যাওয়ার কথা বলেন সিলেট নিয়ে যাওয়ার পর বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।