• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জে বাসচাপায় যুবক নিহত

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪
ফেঞ্চুগঞ্জে বাসচাপায় যুবক নিহত

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ-নয়াবাজার সড়কে মধ্যভাগে ফরিদপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন জুবা (৩৩) উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে নয়াবাজার এলাকায় যাচ্ছিলেন জুবায়ের। মৌলভীবাজারের ভাটেরা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস ফরিদপুর এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জুবায়ের। তাকে উদ্ধার করে করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান এ ঘটনার সত্যঅ নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়েছে। দুর্ঘটনায়কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।