বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন ও মামলার বাদী মোছা. সুফিয়া বেগম
ওয়াল নিউজ ডেস্ক
রাজধানীতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত মাগুরার শ্রীপুর উপজেলার সোহান শাহ হত্যা মামলার ৪৯ নম্বর আসামি শেখ বশির উদ্দিন ভূঁইয়া। অন্তর্র্বর্তীকালীন সরকারের এই নতুন উপদেষ্টাকে নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে ওই আসামি সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানিয়েছেন মামলাটির বাদী মোছা. সুফিয়া বেগম।
সুফিয়া বেগম বলেন, আমার একটি মাত্র ছেলে ছিল। তাকে খুন করা হয়েছে। কে মেরেছে আমার জানা নেই, কিন্তু আমি বিচার চাই। মামলার আসামি শেখ বশির উদ্দিনকে চেনেন না জানিয়ে তিনি বলেন, মামলায় যাদের নামই থাকুক, আমি ন্যায়বিচার চাই। চাই আর কোনো মা যেন অকালে সন্তান না হারায়।
গত রবিবার অন্তর্র্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে শপথ নেন আকিজবশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন। এরপরই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়েরকৃত ওই মামলাটি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
১৯ অক্টোবর নিহত সোহানের মা সুফিয়া বেগমের দায়ের করা ওই মামলাটিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, যশোর-১ আসনের সংসদ সদস্য পরিচয়ে শেখ আফিল উদ্দিন ভূঁইয়াসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিবরণে দেখা যায়, ৪৮ নম্বর ক্রমিকে যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য পরিচয়ে শেখ আফিল উদ্দিন ভূঁইয়া এবং ৪৯ নম্বর ক্রমিকে শেখ বশির উদ্দিন ভূঁইয়াকে আসামি করা হয়েছে। যেখানে উভয়ের বাবার নাম শেখ আকিজ উদ্দিন ভূঁইয়া বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯ জুলাই ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে রাজধানীতে গুলিবিদ্ধ হন মাগুরার শ্রীপুর উপজেলা সদরের সেকেন্দার শাহের ছেলে সোহান শাহ। পরে তিনি মারা যান।