• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চ্যাম্পিয়নস ট্রফি : পাকিস্তানে দল পাঠাবে না ভারত

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফি : পাকিস্তানে দল পাঠাবে না ভারত

ওয়াল নিউজ ডেস্ক


চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত দল পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নিয়েছে। এ সংক্রান্ত একটি মেইল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এর কাছ থেকে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারতের এই সিদ্ধান্ত টুর্নামেন্টটি আয়োজনে বড় সংকট দেখা দিতে পারে।
বিসিসিআই-এর পক্ষ থেকে মেইলটি গত সপ্তাহে আইসিসির কাছে পাঠানো হয়েছিল যা আনুষ্ঠানিকভাবে পিসিবিকে পাঠিয়েছে তারা। পিসিবির একজন মুখপাত্র মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “পিসিবি আইসিসি থেকে একটি ইমেল পেয়েছে, যেখানে বিসিসিআই জানিয়েছে তাদের দল চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না। পিসিবি তাদের পরামর্শ এবং নির্দেশনার জন্য ইমেলটি পাকিস্তান সরকারের কাছে পাঠিয়েছে।” দীর্ঘদিন ধরে পাকিস্তানে না খেলার বিষয়ে বিসিসিআই-এর অনড় অবস্থান।
যা আইসিসি ও বিশ্ব ক্রিকেটের কাছে জানা। যেটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। এখন বড় প্রশ্ন, ভারত যদি পাকিস্তানে খেলতে না য়ায় তাহলে আইসিসি ও পিসিবি কি সংযুক্ত আরব আমিরাতে ভারতের ম্যাচগুলিকে হাইব্রিড মডেলে ফিরিয়ে আনবে?
যদিও পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছেন, “আজ পর্যন্ত একটি হাইব্রিড মডেল সম্পর্কে কোন আলোচনা করা হয়নি, এবং আমরা এই ধরনের একটি মডেল নিয়ে আলোচনা করতে প্রস্তুত নই।” চ্যাম্পিয়নস ট্রফির ১০০ দিনের কাউন্টডাউন শুরু হচ্ছে আজ।
এই দিনে লাহোরে ট্রফি নিয়ে একটা অনুষ্ঠানের প্রস্তুতিও নিয়েছিল আইসিসি। কিন্তু ভারত যেতে রাজি না হওয়ায় ইভেন্ট বাতিল করেছে আইসিসি। কারণ, কোন দল কোথায় খেলবে, সেটিই এখনো চূড়ান্ত করা যায়নি।