• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
কবরস্থান থেকে নবজাতক উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কবরস্থানে নবজাতকের কান্না শুনে শিশুটিকে উদ্ধার করলেন তাহমিনা নামের এক স্কুলশিক্ষিকা। সোমবার সকালে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে নবজাতকটিকে উদ্ধার করেন তিনি।
জানা যায়, সকালে কবরস্থানে মায়ের কবর জিয়ারতে যান এক যুবক। জিয়ারতের মাঝখানে হঠাৎ শুনতে পান নবজাতকের কান্না। এতে ওই যুবক চিৎকার দিলে ছুটে যান আশপাশের লোকজন। পরে কবরস্থানে পাওয়া যায় কান্নারত নবজাতকটিকে। কিন্তু কাছে যেতে ভয় পাচ্ছিলেন অনেকে। এসময় এগিয়ে যান তাহমিনা নামের এক স্কুলশিক্ষিকা। পরম মমতায় কোলে তুলে নেন নবজাতকটিকে। পরে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান শিক্ষিকা তাহমিনা ও এলাকার লোকজন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, শিশুটির বয়স ১ দিন হবে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে। শিশু উদ্ধারের বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেন, হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মা-বাবার সন্ধান পাওয়া না গেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।