• ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা ওএসডি

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা ওএসডি

ওয়াল নিউজ ডেস্ক


বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওএসডি) ৬৪ জনকে রদবদল করা হয়েছে। তাদের মধ্যে ওএসডি হয়েছেন একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। তাদের বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়। এ ছাড়া পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এক প্রজ্ঞাপনে একজন ডিআইজি, ৫ জন অতিরিক্ত ডিআইজি ও ১০ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়।
এসব কর্মকর্তাদের মধ্যে রয়েছেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকা ইসলাম, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি এস এম এমরান হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আবদুল মান্নান মিয়া, মাসুদ আহাম্মদ, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব হাসান, মুহাম্মদ হাবীবুন নবী আনিছুর রশিদ, মিশুক চাকমা, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, এস এম মুরাদ আলি, মো. জাহিদুল হক তালুকদার, সুমন দেব, সিএমপির উপ-পুলিশ কমিশনার মোসা. সাদিরা খাতুন, বিএমপির উপ-পুলিশ কমিশনার এস. এম তানভীর আরাফাত, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন। অপর এক প্রজ্ঞাপনে, একজন ডিআইজি, ৮ জন অতিরিক্ত ডিআইজি ও ৩৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।