• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুরে গাছের সাথে বাঁধা মরদেহ উদ্ধার

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪
জৈন্তাপুরে গাছের সাথে বাঁধা মরদেহ উদ্ধার

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের জৈন্তাপুরে গাছের সাথে বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার চতুলবাজারের সরুখেল এলাকা থেকে পুলিশ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করে। নিহত মো. সাজিদ আলী (৫০) চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়াখেল দক্ষিণ (গরদোয়ারা) গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
পাঁচ সন্তানের জনক সাজিদ আলী পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে চতুলবাজার এলাকায় এই ব্যবসার সাথে জড়িত এবং সবারই পরিচিত মুখ ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে সরুখেল এলাকায় নদীর নিকট জৈনিক কালাই মিয়ার বাঁশঝাড় সংলগ্ন একটি রেইনট্রি গাছের সাথে বাঁধা অবস্থায় সাজিদ আলীর নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে জৈন্তাপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজিদ আলীর মরদেহ উদ্ধার করে। এ সময় রেইনট্রি গাছের সাথে নিহতের গলায় পেঁচানো একটি চাদর দিয়ে বাঁধা ছিল। মৃতদেহে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে।
এর আগে রোববার রাতে এশার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি সাজিদ আলী।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজিদ আলী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।