ওয়াল নিউজ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত হওয়ার ঘটনায় সুনামগঞ্জ প্রাইমারি টিচার্স ইন্সটিটিউটের সামনে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীরা। রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর হস্তক্ষেপে কর্মসূচি স্থগিত করে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারী শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষকরা জানান, বুধবার রাতে পিটিআই স্কুলে আসার সময় রাস্তা পারাপার করছিলেন প্রশিক্ষণার্থী শিক্ষক রাজীব চৌধুরী। এসময় বেপরোয়া গতিতে একটি অটোরিকশা রাজীবের উপর উঠে যায়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল নিয়ে যাওয়া হয়। সেখালে ৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শুক্রবার মারা যান শিক্ষক রাজীব চৌধুরী।
আন্দোলনরতরা দাবি করেন, পিটিআই স্কুলের শিক্ষক রাজীব চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার ৫ দিন পার হলেও ঘাতক চালককে গ্রেপ্তার করা হয়নি। অবিলম্বে ঘাতক চালক হুমায়ুনকে গ্রেপ্তার না করা হলে কঠিন কর্মসূচির দেয়া হবে।
কর্মসূচি চলাকালে আন্দোলনরত শিক্ষকরা সড়কের দুইপাশ বন্ধ করে ঘাতক চালকের ফাঁসির দাবিতে বিভিন্ন সেøাগান প্রদান করেন। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।
বিক্ষোভ চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা হারুন রশীদ, বাদল তালুকদার, বিপ্লব চন্দ্র দাস, আতাউর রহমান, আরতি তালুকদার, সাদিয়া ইসলাম মৌ, বিবেকানন্দ দাশ, ইজ্জত আলী, রোকশানা ইয়াসমিন প্রমুখ।