• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে ১৪ লক্ষাধিক টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪
হবিগঞ্জে ১৪ লক্ষাধিক টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক

ওয়াল নিউজ ডেস্ক


হবিগঞ্জের মাধবপুরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উপজেলার ধর্মঘর বিওপির বিশেষ টহলদল ১৪ লাখ ৬০ হাজার টাকাসহ মোখলেছ মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করছে। শনিবার দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে দেবনগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সয়য় মোখলেছ মিয়া (৪০)কে আটক করা হয়। আটককৃত মোখলেছ মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মোখলে মিয়ার দেহ তল্লাসী করে তার ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং ১টি বাটন মোবাইল পাওয়া যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় তার ভাই হুন্ডি ব্যবসায়ী মো. আবু বক্করের নির্দেশনা অনুযায়ী অজ্ঞাতনামা ভারতীয় ব্যক্তির নিকট হতে ওই টাকা নিয়ে বাংলাদেশে অবৈধ পথে প্রবেশ করে।
বিজিবি ২৫ ব্যাটালিয়ন সরাইলের অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, আটককৃত টাকা ও মোবাইল ফোনসহ ধৃত বাংলাদেশী নাগরিক মো. মোখলেছ মিয়া এবং তার ভাই মো. আবু বক্করের নামে মাধবপুর থানায় নিয়মিত মামলা হয়েছে।