• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে আমনের বাম্পার ফলন

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
জগন্নাথপুরে আমনের বাম্পার ফলন

ওয়াল নিউজ ডেস্ক


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ফসলের মাঠজুড়ে এখন দুলছে শুধু ধান আর ধান। ইতিমধ্যে শুরু হয়েছে ধান কাটা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় এবার ৯ হাজার ৬০৬ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। গত বছর চাষ হয়েছিল ৯ হাজার ৬০২ হেক্টর জমিতে। শুরুর দিকে হাওরে পানি থাকায় এবার বেশি আবাদ করা সম্ভব না হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। বিভিন্ন জাতের আমনের মধ্যে উফশি ৮ হাজার ৯০১ হেক্টর, স্থানীয় জাত ৬৬৫ হেক্টর এবং হাইব্রিড ৪০ হেক্টর জমিতে চাষ হয়েছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী ২০-২৫ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে। পুরো ফসল কাটা হলে, ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার ৩৫২ দশমিক ৮ মেট্রিকটন।
উপজেলা রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষক বেলাল আহমদ বলেন, মৌসুমের শুরু দিকে হাওরে পানি থাকায় রোপণে কিছুটা বিলম্ব হয়েছে। তবে পরবর্তীতে আবহাওয়া ভালো থাকায় ফলনও বেশ ভালোই হয়েছে। শুনেছি, বাজারে নাকি দামও ভালো। এবার খরচ বাদে লাভও হবে।
একই গ্রামের আরেক কৃষক সাহাব উদ্দিন বলেন, রোপণের পর বৃষ্টি হওয়াতে শ্যালো মেশিন দিয়ে পানি দিতে হয়নি। ফলে এবার খরচ কমই হয়েছে। ব্যাপক বৃষ্টি হয়েছিল। ধান আবাদে তেমন কোনো সমস্যা হয়নি। তাই ধানের ফলনও বাম্পার হয়েছে। কয়েক দিনের মধ্যে সব ধান কাটা ও মাড়াই শেষে ঘরে তুলতে পারব।
উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, এবার লক্ষ্যমাত্রার চেয়েও দুই হেক্টর বেশি জমিতে আমন চাষ করা হয়েছে। তবে আরও অধিক চাষ করা যেত, কিন্তু মৌসুমের শুরুতে দুই দফা অকাল বন্যার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এতে কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।