• ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে যুবক নিহত

ওয়াল নিউজ ডেস্ক


সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে খাসিয়ার ছোঁড়া গুলিতে এক যুবক নিহত। বুধবার বিকাল ৪ টার দিকে টিপরাখলা-ঘিলাতৈল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি হলেন, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মান্নানের ছেলে জমির আহমদ (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছুড়া সিটা গুলিতে আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক আরও জানান নিহতের শরিরে বিভিন্ন স্থানে ছিটা গুলির চিহ্ন রয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তত করছে। কি কারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।