• ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মার্কিন প্রেসিডেন্ট কে হলেন, জানা যাবে ঠিক কখন

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
মার্কিন প্রেসিডেন্ট কে হলেন, জানা যাবে ঠিক কখন

ওয়াল নিউজ ডেস্ক


যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সকাল ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। এরপর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। আজ সারাদিন চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়ছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাটিকদের প্রতিনিধিত্ব করছেন কমালা হ্যারিস।
যুক্তরাষ্ট্রে সাধারণত ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জানা যায় কে নির্বাচিত হয়েছেন। এছাড়া কয়েক ঘণ্টার মধ্যে বিজয়ীর নামও ঘোষণা করে দেওয়া হয়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ বছর খুব কঠিন প্রতিযোগিতা হতে যাচ্ছে। যার অর্থ ফলাফল পেতে হলে লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে। নির্বাচনের প্রথম বুথ বন্ধ হবে মঙ্গলবার সন্ধ্যায়। আর শেষটি বন্ধ হবে বুধবার সকালে।
আগের নির্বাচনগুলোতে বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছিল নির্বাচনের দিনের রাতে অথবা পরের দিন ভোরে। তবে এবার যেহেতু হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাই সংবাদমাধ্যমগুলো বিজয়ীর নাম ঘোষণায় পূর্বের চেয়ে বেশি সময় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যদি কোনো রাজ্যে দেখা যায় ভোটের ব্যবধান খুবই কম তাহলে সেখানে ভোট পুনর্গননা করা হতে পারে। যা ফলাফল ঘোষণায় দেরি করাতে পারে। এছাড়া আইনি ঝামেলাও তৈরি হতে পারে। ট্রাম্পের রিপাবলিকান পার্টি নির্বাচনের আগেই ১০০টি মামলা দায়ের করে রেখেছে। যার মধ্যে রয়েছে ভোটার যোগ্যতা ও ভোটার রোল ব্যবস্থাপনার বিষয়গুলো। এগুলো নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণায় বাধা সৃষ্টি করতে পারে। তবে মিশিগানসহ বিভিন্ন রাজ্যে খুবই দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করে দেওয়া হয়।