• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ : শেষ বেলায় প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং

The Wall News.Com
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ : শেষ বেলায় প্রশ্নবিদ্ধ সাকিবের বোলিং

ওয়াল নিউজ ডেস্ক


প্রায় ১৮ বছরের হতে যাচ্ছে সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার। এরমধ্যে দুটি সংস্করণ থেকে অবসরও নিয়ে ফেলেছেন এই অলরাউন্ডার। ক্যারিয়ারের এই লম্বা সময়ে পৃথিবীর নানা প্রান্তে খেলে বেড়ালেও বোলিং অ্যাকশন নিয়ে কখনো প্রশ্ন ওঠেনি। শেষ বেলায় ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে ত্রুটি ধরা হয়েছে তাঁর বোলিং অ্যাকশনে।
ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, সাকিবকে তাঁর বোলিং অ্যাকশন পরীক্ষা করাতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংল্যান্ডের কোনো ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন এই অলরাউন্ডার।
ভারত সফরের আগে কাউন্টিতে সামরসেটের বিপক্ষে ৬০ ওভার বল করে নয়টি উইকেট নিয়েছিলেন সাকিব। সেই ম্যাচে মাঠের আম্পায়ার ছিলেন ডেভিড মিলনস এবং স্টিভ ও’শাগনেসি। তাঁদের মধ্যে কে সাকিবের অ্যাকশনের রিপোর্ট করেছেন, তা জানা যায়নি।
দীর্ঘদিনের পেশাদার ক্রিকেটে এই প্রথম অবস্থার মুখোমুখি হতে হলো সাকিবকে। তবে তার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হলেও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে কোনো বাধা থাকছে না। বিষয়টি কেবল কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার ক্ষেত্রেই প্রযোজ্য। ইংল্যান্ডের ঘরোয়া যে কোনো ধরনের ক্রিকেটে খেলতে হলে বোলিং অ্যাকশন পরীক্ষায় উতরাতে হবে সাকিবকে।